Site icon Jamuna Television

সাবেক এসপি বাবুল আক্তার ৫ দিনের রিমান্ডে

চট্টগ্রামে চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে দায়ের হওয়া নতুন একটি মামলায় নিহতের স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে তাকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১২ মে) দুপুরে বাবুল আক্তারকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে বন্দরনগরীর পাঁচলাইশ থানায় নতুন মামলাটি দায়ে করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালত এ আদেশ দেন।

এদিকে, চট্টগ্রাম আদালতে চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে পিবিআই। রিপোর্টে বলা হয়, মিতুর স্বামী সাবেক এসপি বাবুল আক্তারের দায়ের করা এজহার অসত্য। কয়েকজন সহযোগীর মাধ্যমে
মিতু হত্যার সাথে বাবুল নিজে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এই রিপোর্টে বাবুল আক্তারকে প্রধান আসামি করে আলাদা মামলার সুপারিশও করেছে পিবিআই।

বনজ কুমার আরও বলেন, জিজ্ঞাসাবাদে অনেক প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেননি বাবুল আক্তার। ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড়ে মিতুকে হত্যা করা হয়।

ইউএইচ/

Exit mobile version