Site icon Jamuna Television

ইচ্ছা থাকলেই উপায় হয়: মুশফিকুর রহিম

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে করোনার নিয়ম মেনেই অনুশীলন শুরু করেছিলো বাংলাদেশ ক্রিকেট দল। ঈদের কারণে আপাতত বন্ধ রয়েছে ক্যাম্প। ক্রিকেটাররা প্রিয়জনদের সাথে ঈদের ছুটি কাটাতে বেশিরভাগই চলে গেছেন গ্রামের বাড়ি। অন্যদের মত মুশফিকুর রহিম এখন রয়েছেন তার গ্রামের বাড়ি বগুড়ায়। অন্যদের চাইতে ফিটনেস ও অনুশীলনের ব্যপারে সবসময়ই একটু বেশি সিরিয়াস মুশফিকুর রহিম। তাই ছুটিতে গিয়েও নিজের ফিটনেস ট্রেনিং করতে ভোলেননি। বগুড়ায় নিজ বাসভবনের সামনে রানিং করেছেন। সেটি আবার পোস্ট করেছেন নিজের ফেসবুক পেজে। সেখানে সবাইকে সালাম দিয়ে মুশফিক লিখেছেন “ইচ্ছা থাকলে উপায় হয়”।

স্থানীয় সময় দুপুর ১টার দিকে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে তিনি এই পেস্টটি করেন। ইদের পর আবারও শুরু হবে ক্যাম্প। ২৩ মে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। দলের সাথে যোগ দিবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেস বোলার মোস্তাফিজুর রহমান।

Exit mobile version