Site icon Jamuna Television

গোপনেই সহযোগিতা করে যাচ্ছেন তাসকিন

গেল বছর করোনার মধ্যে ব্যাপক ভাবে সামাজিক কাজে যুক্ত ছিলেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের পেস বোলার তাসকিন আহমেদ। এমনকি তাসকিনের বাবা ভাড়াটিয়াদের থেকে বাড়ী ভাড়াও নেননি। সে সময় এমন অনেক সংবাদই প্রকাশ পেয়েছে গণমাধ্যমে। কিন্তু এবারের চিত্রটা কেমন? সেটা জানতেই অনলাইনে এক সাক্ষাতকারে প্রশ্ন করা হয়েছিলো তাসকিনকে। উত্তরে তিনি বলেছেন, এবার ভাড়ার বিষয়টি বাবা কি করেছে সেটা আমার জানা নেই, তবে আমি বাবা এবং পরিবারের অন্য সদস্যরাও চেষ্টা করছে তাদের সাধ্যমত মানুষকে সহযোগিতা করতে।

তিনি আরও বলেন, একটা ব্যাপার এবার ক্রিকেটারদের অবস্থাও খুব একটা ভালো নয়। তবে আশার কথা হলো ঈদের পর ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে যেখান থেকে ক্রিকেটাররা কিছুটা হলেও এতদিনের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে পারবেন ক্রিকেটাররা।

Exit mobile version