Site icon Jamuna Television

ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ মুনসুর আলী আর নেই

না ফেরার দেশে পাড়ি জামালেন দেশের ক্রীড়াঙ্গনের অতিপরিচিত মুখ মনসুর আলী। মঙ্গলবার রাত ১১ টায় মস্তিস্কে রক্তক্ষরণের জনপ্রিয় এই সংগঠকে মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়াঙ্গনে নেমে আছে।

বুধবার বেলা ১১ টায় ধোলাইপাড় স্কুল মাঠে নামাজে জানাযা শেষ মনসুর আলীকে দাফন করা হয়। ক্রীড়াঙ্গনে অতি পরিচিত মনসুর স্পোর্টিং ক্লাব নিয়ে জীবনের প্রায় পুরোটা অংশ কাটিয়েছেন ফুটবলসহ কাবাড়ি, হ্যান্ডবল, ভবিবলের পেছনে। ক্রীড়া প্রেমের কারণে অবিবাহিতই থেকেছেন সারাজীবন। নিজের অদম্য ভালোবাসার সবটুকুই উজার করে দিয়েছেন মনসুর স্পোর্টিং ক্লাবে।

নিজের উপার্জিত অর্থ, সময় ও শ্রম দিয়ে চালিয়ে নিতেন ক্লাবটি। তৃণমূলের সংগঠক হিসেবে ২০১৮ সালে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির কাছ থেকে বিশেষ সম্মাননা প্রাপ্ত মনসুরের হাতে তৈরি একডজনেরও বেশি ফুটবলার পরবর্তীতে খেলেছেন জাতীয় দলে।

Exit mobile version