Site icon Jamuna Television

১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা

কুশল পেরেরাকে অধিনায়ক করে বাংলাদেশ সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা। ১৬ মে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলংকা। আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ এই তিন ম্যাচ। সিরিজের জন্য বুধবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

প্রত্যাশিত ভাবে দলের একাধিক সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেয়া হয়েছে সফল খেকে। নিয়মিত অধিনায়ক দিমুথ করুনারত্নেকে বিশ্রাম দিয়ে দলের নেতৃত্ব দেয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল পেরেরাবে।

তার ডেপুটি কুশল মেন্ডিসকে। এছাড়াও বিশ্রাম দেয়া হয়েছে দীনেশ চান্দিমাল, নুয়ান প্রদীপ, সুরঙ্গা লাকমাল আর অ্যাঞ্জেলো ম্যাথুসকে। মিরপুরে ২৩, ২৫ ও ২৮ মে দিবা-রাত্রির তিন ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা।

Exit mobile version