Site icon Jamuna Television

গত তিনদিনে সারাবিশ্বের করোনা সংক্রমণ শনাক্তের অর্ধেকই ভারতের

টানা দ্বিতীয় দিনের মতো ৪ হাজারের ওপর করোনায় দৈনিক মৃত্যু দেখলো ভারত। দেশটিতে মোট প্রাণহানি ২ লাখ ৫৮ হাজারের ওপর।

গত তিনদিনে বিশ্বে যে পরিমাণ সংক্রমণ শনাক্ত হয়েছে তার অর্ধেকই মিলেছে ভারতে। সে ধারাবাহিকতায় ২৪ ঘণ্টায় তিন লাখ ৬২ হাজারের বেশি মানুষের দেহে মিললো ভাইরাসটি।

সবমিলিয়ে বর্তমানে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ করোনা পরিস্থিতি দেখছে দেশটি। দিনে ৪০ হাজারের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হলো মহারাষ্ট্র, কেরালা ও কর্ণাটকে।

এছাড়া তামিলনাড়ুতেও ৩০ হাজারের ওপর সংক্রমণ শনাক্ত হলো দিনে। ভারতের এই ৪টি রাজ্যেই অন্য যেকোনো দেশের মোট সংক্রমণের তুলনায় বেশি। গতকাল বুধবার (১২ মে) অন্ধ্রপ্রদেশ-পশ্চিমবঙ্গসহ ১৩টি রাজ্যে ২০ হাজারের কাছাকাছি দৈনিক সংক্রমণ শনাক্ত হলো।

Exit mobile version