Site icon Jamuna Television

বিনামূল্যে টিকা দেয়াসহ ৯ দফা দাবি নিয়ে নরেন্দ্র মোদিকে বিরোধীদের চিঠি

ভারতবাসীকে বিনামূল্যে টিকা দেয়াসহ ৯ দফা দাবি তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন প্রধান বিরোধীরা।

গতকাল বুধবারের (১২ মে) ওই চিঠিতে প্রধানমন্ত্রীকে সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট বন্ধ রেখে সেই টাকায় ভ্যাকসিন এবং অক্সিজেন কিনতে পরামর্শ দেয়া হয়। বাজেটের ৩৫ হাজার কোটি টাকা ভ্যাকসিন কেনার ক্ষেত্রে ব্যবহার করার কথা বলা হয় ওই চিঠিতে।

এছাড়া মহামারিতে কর্মহীনদের জন্য মাসে ৬ হাজার টাকা ভাতা দেয়ারও আবেদন জানানো হয়েছে। আর্থিকভাবে দুর্বলদের বিনামূল্যে রেশন দেয়ার দাবি তোলা হয়েছে। বিরোধীদের দাবি, কেন্দ্রীয় সরকারের গোডাউনে ১ কোটি টন খাদ্যশস্য পঁচে যাচ্ছে। তা দরিদ্রদের দেয়া হোক।

সোনিয়া গান্ধি ছাড়াও যৌথ চিঠিতে স্বাক্ষর করেছেন মমতা ব্যানার্জী, উদ্ভব ঠাকরে, এমকে স্টালিনসহ অন্যান্যরা।

Exit mobile version