Site icon Jamuna Television

আসন্ন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হতে পারে পর্তুগালে

আসন্ন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু পরিবর্তন প্রায় চূড়ান্ত। তুরস্কের পরিবর্তে ইংল্যান্ড নয় বরং ফাইনাল হতে যাচ্ছে পর্তুগালে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি উয়েফা।

আগামী ২৯ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে দুই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ও চেলসি। তুরস্কের ইস্তানবুলে হওয়ার কথা ছিলো ফাইনাল।

কিন্তু করোনা পরিস্থিতির অবনতির জন্য বৃটিশ সরকার লাল তালিকাভুক্ত করে দেশটিকে। তাই কোয়ারেন্টাইন জটিলতা এড়াতে পরিবর্তন আনা হয় ভেন্যুতে। ম্যাচটি লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।

বিকল্প হিসেবে ৫০ হাজার দর্শক ধারণক্ষমতার পোর্তো স্টেডিয়ামকেই বেছে নেয় উয়েফা।

Exit mobile version