Site icon Jamuna Television

ঈদের আগে শেষ দিনের জনস্রোত শিমুলিয়া ফেরিঘাটে

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

রাত পোহলেই পবিত্র ঈদুল ফিতর। আজ বৃহস্পতিবার (১৩ মে) ঈদের আগে শেষদিনেও দক্ষি্ণবঙ্গগামী ২১ জেলার মানুষের জনস্রোত অব্যাহত রয়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে। পরিবহন পারাপারের ঘোষণায় বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। এদিকে শিমুলিয়া ঘাটের প্রবেশমুখের বিভিন্ন পয়েন্টে চেকপোস্টের পাশাপাশি আজ ঘাটে শৃংখলা রক্ষায় বাড়ানো হয়েছে অতিরিক্ত পুলিশ। পাশাপাশি কাজ করছে বিজিবি।

অন্যদিকে যাত্রী আর যানবাহন পারাপারে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি সচল রয়েছে বলে জানিয়েছে বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ।

সকালে সরেজমিনে দেখা যায়, ঘাটে প্রবেশের সবগুলো পথেই জনস্রোত রয়েছে । দীর্ঘ পথ হেটে হেটেই যাত্রীরা ঘাটে উপস্থিত হচ্ছে যাত্রীরা। তবে গত কয়েকদিনের চেয়ে ঘাটে আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। প্রতিটি ফেরিতেই যাত্রী-যানবাহনকে নিয়মতান্ত্রিকভাবে উঠানো হচ্ছে। এতে পল্টুনে জটলা ও ভোগান্তি কমে এসেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে যাত্রী সংখ্যা বাড়ছে।

বিআইডাব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, শিমুলিয়ার তিনটি ফেরিঘাটই সচল রয়েছে। নৌরুটে বর্তমানে ডাম্প, রোরো ও মাঝারি আকৃতির ১৬টি ফেরি চলাচল করছে।

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ হিলাল আহমেদ জানান, ঘাট এলাকায় বর্তমানে ২ শতাধিক ব্যাক্তিগত ছোট গাড়ি ও ১৫০টি ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। যাত্রী চলাচল ও ঘাট পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

Exit mobile version