Site icon Jamuna Television

জনের সঙ্গে মিথিলার নতুন চমক!

মিথিলার সঙ্গে এবার জনের নতুন চমক আসছে। কয়েক মাস ধরে দেশে বিভিন্ন শুটিংয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তাকে নিয়ে এবার নতুন চমক দেবেন ব্যান্ড তারকা জন কবির। শিল্পী নিজেই সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

‘আই স্টারটেড অ্যা পডকাস্ট’ শিরোনামে জন কবির এক শো শুরু করেছেন তার নিজস্ব ইউটিউব চ্যানেলে। যেখানে বিভিন্ন অঙ্গনের তারকা মুখ তার অতিথি হিসেবে আসেন। পোস্ট থেকে জানা গেলো এবার তার অতিথির আসনে বসবেন মিথিলা।

(১৩ মে) দুপুরে মিথিলার সঙ্গে একটি ছবি পোস্ট করেন। যার ক্যাপশনে তিনি জানান, শুরু হয়েছে ‘আই স্টারটেড অ্যা পডকাস্ট’-এর দ্বিতীয় সিজন। আর মিথিলার সঙ্গে চমক নিয়ে আসছেন তিনি।

অন্যদিকে, সারপ্রাইজ নিয়ে তাহসান ও মিথিলা প্রসঙ্গে নতুন এক আলোচনাও তৈরি হয়েছে। তাহসান শনিবার (১৫ মে) সামাজিক মাধ্যমে স্ট্যাটাসে লেখেন, ‘এই শনিবার আপনাদের জন্য একটি চমক রয়েছে।’ এই পোস্টের কিছুক্ষণ পরেই মিথিলা ফেসবুকে লেখেন, ‘সত্যিই! চমকের জন্য অপেক্ষায় আছি।’

এই সাবেক তারকা জুটির পর পর এমন স্ট্যাটাসে ভক্তদের মধ্যে আলোচনা তৈরি করে। যার খোলাসা হতে সময় লাগবে ঈদের পরদিন পর্যন্ত।

ইউএইচ/

Exit mobile version