Site icon Jamuna Television

ঈদের পর লকডাউন আরও এক সপ্তাহ বাড়তে পারে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান সরকারের দেওয়া লকডাউন বা বিধিনিষেধ ১৬ মে’র পর আরও এক সপ্তাহ বাড়তে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ কথা জানান। এ সময় মাস্ক পড়া বাধ্যতামূলক করতে পুলিশকে বিচারিক ক্ষমতা দেয়ার কথাও জানান তিনি।

এর আগে করোনাভাইরাসের বিস্তার রোধে গত ১৪ এপ্রিল থেকে দেশে শুরু হয় কঠোর লকডাউন। তার আগে ৫ থেকে ১৪ এপ্রিল সকাল পর্যন্ত চলে প্রথম দফার লকডাউন।

ইউএইচ/

Exit mobile version