Site icon Jamuna Television

মাস্ক পরা বাধ্যতামূলক করতে পুলিশ পাচ্ছে বিচারিক ক্ষমতা

মাস্ক পরা বাধ্যতামূলক করতে পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (১৩ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, দেশে করোনার সংক্রমণ রোধে আগামী ১৬ মে’র পর থেকে আরও এক সপ্তাহ লকডাউন বাড়তে পারে। সেই সাথে মাস্ক পরা বাধ্যতামূলক করতে পুলিশকে বিচারিক ক্ষমতা দেয়ার কথাও জানান তিনি।

এর আগে, কোভিড-১৯ সংক্রমণ আর মৃত্যুর ঊর্ধ্বগতি রুখতে সারা দেশে গত ৫ এপ্রিল থেকে শুরু হয় সাত দিনের লকডাউন। লকডাউন শেষে দুদিন বিরতির পর গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আট দিনের কঠোর লকডাউন শুরু হয়।

ইউএইচ/

Exit mobile version