Site icon Jamuna Television

টেস্ট র‍্যাংকিংয়ে আগের জায়গাতেই রয়েছে বাংলাদেশ

পাঁচ পয়েন্ট হারিয়েও টেস্ট র‍্যাংকিংয়ে পরিবর্তন হয়নি বাংলাদেশের। টেস্টে বাংলাদেশের স্থান রয়েছে আগের জায়গাতেই। এ বছরে শ্রীলঙ্কা ও উইন্ডিজের বিপক্ষে খেলা চার টেস্টের তিনটিতেই হেরেছে বাংলাদেশ। ড্র করেছে একটিতে যেটা ছিলো শ্রীলঙ্কার বিপক্ষে। উইন্ডিজের সাথে তো হেরেছিলো ২-০ ব্যবধানে। সেটাও আবার বি ক্যাটাগরির দলের সাথে। আইসিসির টেস্ট র‍্যাংকিংয়ে ৪৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ নবম আর ৩৫ পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ে রয়েছে দশম স্থানে।

এছাড়াও টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষ দুই স্থানে কোন পরিবর্তন আসেনি। ভারত, নিউজিল্যান্ডের পর তিনে রয়েছে ইংল্যান্ড। এরপর রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া, পাকিস্তান, উইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

Exit mobile version