Site icon Jamuna Television

ভিসা পেয়েও হজে যেতে পারেননি ৩৬৭ জন

ভিসা পাওয়ার পরেও হজে যেতে না পেরে ৯৮ যাত্রী ১৮টি হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করেছেন। সব মিলিয়ে ভিসা পেয়েও হজে যেতে পারেননি ৩৬৭ জন যাত্রী।

দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান ধর্মমন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হাফিজুর রহমান। জানান, এবার ১ লাখ ২৭ হাজার ৫৯৬ জন বাংলাদেশি হজে যাওয়ার ভিসা পেয়েছিলেন। এদের মধ্যে ১ লাখ ২৭ হাজার ২২৯ জন সৌদি গিয়েছেন।

৩৬৭ জনের মধ্যে কেউ অসুস্থতার জন্য, কেউ হজ ফ্লাইটে না গিয়ে অন্য রুটে বা মারা যাওয়ার কারণে হজে যায়নি বলে জানান যুগ্ম-সচিব হাফিজুর। ব্যবস্থাপনায় অবহেলার কারণে হজ অফিস বিমানবন্দর থানায় একটি জিডি করেছে বলেও জানান তিনি।

যমুনা অনলাইন: আরএএম

Exit mobile version