Site icon Jamuna Television

নিজ এলাকায় অসহায় মানুষদের উপহার দিলেন মুশফিক

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছিলো বাংলাদেশ ক্রিকেট দল। তবে ঈদের কারণে এখন ছুটিতে রয়েছেন ক্রিকেটাররা। টাইগারদের নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিমও রয়েছেন তার হোমটাউন বগুড়ায়।

ঈদের আগেরদিন বৃহস্পতিবার তার শহরের ও শহরের আশেপাশের দুস্থ মানুষদের হাতে ঈদের উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন মুশফিক। এ নিয়ে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজএ তিনি লিখেছেন,আসসালামুআলাইকুম সবাইকে। আমার নিজ শহরের কিছু মানুষের জন্য এই উপহারসামগ্রী পৌঁছে দিয়েছি। ছবিগুলোতে তাদের খুশি দেখে আমি আনন্দিত। সবার কাছে আবেদন সামান্য কিছু নিয়েও যেন অবহেলিত মানুষগুলোর জন্য আমরা পাশে দাঁড়াই। আপনার ছোট সাহায্যই অনেকের কাছে বড় ব্যাপার। ছবিগুলোর জন্য আরাফাত রহমানকে এবং সহায়তা দেয়ার জন্য বগুড়া জিলা স্কুল রেড ক্রিসেন্টকে ধন্যবাদ। এছাড়া নিজের ভক্তদের ইদের শুভেচ্ছা জানিয়েছেন মুশফিকুর রহিম।

Exit mobile version