Site icon Jamuna Television

ঈদ উদযাপন যাতে করোনা সংক্রমণের কারণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে: প্রধানমন্ত্রী

ঈদ উদযাপন যাতে কোভিড সংক্রমণের কারণ না হয়, সেদিকে খেয়াল রাখতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, চলাচলে কঠোর বিধি নিষেধের কারণে অনেকেরই কষ্ট হয়েছে। তবে জীবন বাঁচাতেই এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বলেন, বিভিন্ন উৎস থেকে শিগগিরি দেশে আসবে কোভিডের ভ্যাক্সিন। কয়েক মাসের মধ্যে দেশেও তৈরি হবে টিকা।

শেখ হাসিনা বলেন, কষ্ট হলেও সংক্রমণ ঠেকাতে চলাচলে কঠোর বিধি নিষেধ চলছে। এতে মানুষের স্বাভাবিক রোজগার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জীবন বাঁচাতে কোভিডের সংক্রমণ বাড়তে দেওয়া যাবে না।

চিকিৎসা নিশ্চিতে বাংলাদেশের প্রস্তুতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন, ভ্যাক্সিন নিয়ে সৃষ্ট সংকটও কেটে যাবে শিগগিরি।

নিরাপদ থাকার পাশাপাশি ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রান্তিক মানুষদের পাশে বিত্তবানদের দাঁড়ানোর আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী। ধন্যবাদ জানান সংকটের এই মুহূর্তে নিজেদের বিপন্ন করে কাজ করে যাওয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ সকল ফ্রন্টলাইনারদের।

প্রধানমন্ত্রী বলেন, মহামারি মোকাবিলা করেও অর্থনীতিকে ধরে রাখার চেষ্টা চলছে। কৃষি উৎপাদন অব্যাহত আছে। প্রান্তিক মানুষদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য সহায়তা।

ইউএইচ/

Exit mobile version