Site icon Jamuna Television

ফেনীতে আগুনে পুড়ে ৮ পরিবার সর্বস্বান্ত

ফেনী প্রতিনিধি:

ফেনী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়িতে বৃহস্পতিবার (১৩ মে) বিকেলে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৮টি পরিবারের বসতঘর।

আগুন লাগার খবর শুনেই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। ততক্ষণে ৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেলেও তাদের তৎপরতায় পাশের আরও ১৫টি ঘর রক্ষা পায়। কীভাবে আগুনের সূত্রপাত, তা কেউই নিশ্চিত করে বলতে পারেনি। তবে স্থানীয়রা কেউ কেউ মনে করেন, ঘরে থাকা গ্যাস সিলিন্ডার অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।

ঘটনার পর ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী সেখান যান। তার মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী প্রতি পরিবারকে ১৫ হাজার টাকা করে দেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ৩ বান টিন ৯ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’ পরিবারগুলোকে ঈদ সামগ্রী সরবরাহ করছে। ব্যক্তিগত উদ্যোগেও অনেকে পরিবারগুলোর পাশে দাঁড়াচ্ছেন।

Exit mobile version