Site icon Jamuna Television

হারিয়ে গেছে ঈদ কার্ড!

একটা সময় ছিলো পাড়ার ছেলেমেয়েরা ঈদ কার্ডের বেচাকেনা নিয়ে মাতামাতি থাকতো চাদঁরাত পর্যন্ত। একে অপরের সাথে ঈদ কার্ড বিনিময়ের সাথে জড়িয়ে থাকতো আবেগের খুনসুটি। ডিজিটাল সময়ের দাপটে হারিয়ে গেছে ঈদ কার্ডের শুভেচ্ছা বার্তা। ব্যবসায়ীদের নেই বেচাকেনা।

এখন কার্ডের দোকানগুলোর একটা কোনায় পরে থাকে ঈদ শুভেচ্ছা কার্ড। বেচাকেনা একেবারে নেই বললেই চলে। একে তো ডিজিটাল যুগের দাপট, তার ওপর করোনার প্রভাব।

প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বন্ধু, স্বজন এমনকি মা বাবাকেও ঈদ কার্ড দেয়া হতো। কিন্তু এখন সেই বার্তা শুধু মুঠোফোন আর ই-মেইলে বন্দী।

সময়ের পরিক্রমায় আর যান্ত্রিকতায় মানুষের আবেগ কমেছে অনেকখানি। সেই সাথে কমেছে স্মৃতিকাতরতাও। তাই মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে অভ্যস্ত প্রজন্মের হয়তো অনুভব করা হবে না প্রিয়জনের নীল খামের শুভেচ্ছার আবেদন।

Exit mobile version