Site icon Jamuna Television

ইসরায়েলি বিমান হামলায় নিহত বেড়ে শিশুসহ ১০৯

গাজা উপত্যকায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বিমান হামলা। আজ শুক্রবার (১৪ মে) পর্যন্ত মোট প্রাণহানি ১০৯ যে তালিকায় রয়েছে ২৮ শিশু।

অবরূদ্ধ ভূখণ্ডটিতে আহতের সংখ্যা ৬শ’র কাছাকাছি। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, বিমান হামলার পাশাপাশি ভূভাগেও হামলা চালানো শুরু করেছে ইসরায়েল। কিন্তু সেটি স্পষ্টভাবে অস্বীকার করেছে নেতানিয়াহু প্রশাসন।

উল্টো তাদের অভিযোগ, রাতভর গাজা উপত্যকা থেকে রকেট ছোঁড়ে স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের সাথে যুক্ত হয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিসেবে পরিচিত হিজবুল্লাহও। দেশটির দক্ষিণ সীমান্ত থেকে ইসরায়েলি ভূভাগ লক্ষ্য করে ৩টি রকেট ছোঁড়া হয় গতকাল বৃহস্পতিবার (১৩ মে)- এমনটা দাবি করা হচ্ছে।

পূর্ব জেরুজালেম থেকে ৬৭টি ফিলিস্তিনি পরিবারকে উৎখাতের ঘটনা থেকে সহিংসতার সূত্রপাত। বর্তমানে সেটি ছড়িয়ে গেছে গোটা ভূখণ্ডে।

Exit mobile version