Site icon Jamuna Television

রোনালদোকে লিসবনের জার্সিতে দেখতে চান তার মা

আগামী মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদো শৈশবের ক্লাব স্পোর্টিং লিসবনের জার্সিতে দেখতে চান তার মা দোলোরেস আভেইরো।

বেশ কিছুদিন ধরে গুঞ্জন উঠেছে খরচ বাঁচাতে মৌসুম শেষে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছেড়ে দেবে য়্যুভেন্টাস। তুরিনের ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগে উঠতে ব্যর্থ হওয়ায় রোনালদোর ইতালি ছাড়ার খবর আরও চড়াও হয়। সিআর সেভেনের সম্ভাব্য গন্তব্য ভাবা হচ্ছে পিএসজি ও ম্যানইউকে। তবে এবার সেই সম্ভাবনায় যোগ হয়েছে সদ্য পর্তুগালের লিগ চ্যাম্পিয়ন হওয়া স্পোর্টিং লিসবনের নাম। এটি আবার রোনালদোর শৈশবের ক্লাব। এই ক্লাবেই পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিলো রোনালদোর।

সাবেক ক্লাবে এবার সিআর সেভেন প্রকাশ্যে ফিরুক পর্তুগালের এক টিভি চ্যানেলে সেই চাওয়ার কথা বলেছেন রোনালদো মা।

Exit mobile version