Site icon Jamuna Television

জাতীয় দলের ক্রিকেটারদের ঈদ শুভেচ্ছা

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের চার সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ।

ওয়ানডে অধিনায়ক তামিম স্ত্রী-সন্তানসহ নিজ পরিবারের একটি ছবি পোস্ট করে লিখেছেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন। সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।

সাকিব আল হাসান নিরাপদ ঈদের বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, আসুন আমরা আমাদের প্রিয়জনের সুরক্ষার জন্য ঘরে থেকে ঈদ উৎযাপন করি। সবার জীবনে আসুন আনন্দ সেই কামনাও করেছেন সাকিব।

মাহমুদুল্লাহ রিয়াদ লিখেছেন, ঈদের আনন্দে পরিপূর্ণ হোক আপনার ঘর। ফিরে আসুক আবার চিরায়ত উৎসবরে ঈদ আমাদের জীবনে।

শুভেচ্ছা জানিয়েছেন মুশফিকুর রহিম, রুবেল হোসেনসহ অন্যান্য ক্রিকেটাররা। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।

Exit mobile version