Site icon Jamuna Television

আসামে বজ্রপাতে মারা গেলো ১৮টি হাতি

ভারতের আসাম রাজ্যে বজ্রপাতে মারা গেলো ১৮টি হাতি। গতকাল বৃহস্পতিবার (১৩ মে) মৃত হাতির পালটিকে দেখতে পান স্থানীয়রা।

নাগাও জেলার বনাঞ্চলে ঝড়বৃষ্টির সময় বজ্রপাতে মারা যায় হাতিগুলো। বনবিভাগের সহযোগিতায় উদ্ধার করা হয় বিশালাকার প্রাণীগুলোকে।

এখন অপঘাতে মারা যাওয়া হাতিগুলোর ময়না তদন্ত হচ্ছে। একইসাথে মৃত্যুর মূল কারণ উদঘাটনে চলছে অনুসন্ধান। এশীয় হাতির ৫০ শতাংশই দেখা যায় ভারতে। কিন্তু বন উজাড়-চোরাকারবারীদের তৎপরতা এবং খাদ্যের অভাবে কমে আসছে প্রাণীটির সংখ্যা।

Exit mobile version