Site icon Jamuna Television

ব্রাজিলের আবারও প্রেসিডেন্ট হচ্ছেন লুলা ডি সিলভা: ডেটাফোলা’র জরিপ

ব্রাজিলের ক্ষমতায় আবারও ফিরছেন সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। ডেটাফোলা’র চালানো জরিপে গত বৃহস্পতিবার (১৩ মে) উঠে এলো এ তথ্য।

জরিপের ফলাফলে বলা হয়, বামপন্থী এই নেতার কাছে ৩২ থেকে ৫৫ শতাংশ ভোটের ব্যবধানে পরাজিত হবেন বর্তমান প্রেসিডেন্ট জেইর বলসোনারো।

জরিপে আরও উঠে এসেছে প্রথম দফাতেই ৪১ শতাংশ ভোট পেতে পারেন লুলা। তার শক্ত প্রতিদ্বন্দ্বী বলসোনারোর ভাগ্যে জুটবে মাত্র ২৩ শতাংশ সমর্থন।

মহামারির মোকাবেলার ব্যর্থতার কারণেই জনপ্রিয়তা হারিয়েছেন কট্টর ডানপন্থী এই রাজনীতিক। শুরু থেকেই করোনাভাইরাসকে গুরুত্ব দিচ্ছিলেন না তিনি।

উল্লেখ্য, ২০২২ সালের অক্টোবরে ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা।

Exit mobile version