ব্রিটিশ রাজপরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার একবছর পর মাদাম তুসো যাদুঘরও সরালো প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেলের মোমের মূর্তি।
রাণী দ্বিতীয় এলিজাবেথসহ পরিবারের বাকি সদস্যদের সাথে ছিলো তাদের অনিন্দ্য সুন্দর স্থাপত্য। কিন্তু বর্তমানে তাদের মূর্তি সরানো হয়েছে হলিউডের অন্যান্য তারকাদের কাতারে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে সাজানো হয়েছে তাদের মূর্তি। কারণ, গত বছরই এ দম্পতি ত্যাগ করেন ব্রিটিশ রাজপরিবার। এমনকি ‘ডিউক এবং ডাচেস অব ক্যামব্রিজ’ পদবিও ছাড়েন তারা।
প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেল সিদ্ধান্ত নেন স্বাধীনভাবে জীবনযাপন করার। বর্তমানে পরামর্শদাতা প্রতিষ্ঠান ‘বেটারআপ’-এ চিফ ইমপ্যাক্ট অফিসার হিসেবে কাজ করছেন হ্যারি।

