Site icon Jamuna Television

প্রিয় স্বামী তোমাকে মিস করছি: শিশির

আইপিএল থেকে ফিরেই হোটেল কোয়ারেন্টাইনে রয়েছেন সাকিব আল হাসান। জাতীয় দলের অনুশীলনে তো যোগ দিতে পারেনই নি, ঈদও কাটাতে হয়েছে হোটেলে। পরিবারের প্রতি যে মানুষের এত টান, এত ভালোবাসা সেই মানুষটিকে এবার ঈদ করতে হলো একা একাই।

সুদুর আমেরিকা থাকা সাকিবের স্ত্রী সন্তারাও তাকে খুব বেশি মিস করছেন। নিশ্চয় সাকিবও তাদেরকে মিস করছেন! তাই হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিবপত্নী তিন সন্তানকে নিয়ে দুটি ছবি পোস্ট করেছেন।

একটিতে ছেলে ইজাহকে কোলে নিয়ে আছেন শিশির। আরেক ছবিতে তার সঙ্গী দুই কন্যা। শিশির ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক! ইজাহর প্রথম ঈদ। প্রিয় স্বামী তোমাকে মিস করছি!’

Exit mobile version