Site icon Jamuna Television

নামাজ পড়ে এসেই দিলাম একটা ঘুম: অর্ণব

বাকি, শোভন, অর্ণব ও শাকিল দেশের শুটিংয়ে বেশ পরিচিত নাম। পিস্তলে বিভিন্ন সময় দেশের হয়ে সফলতা অর্জন করেছেন শাকিল। ১০ মিটার এয়ার রাইফেলে সময়ের সফল শুটার বাকি, অর্ণব ও শোভন। মেয়েদের মধ্যে আদ্রিনা, দিশা, রত্না ও শারমিনসহ আরও অনেকেই আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করেছেন, সুনামও বয়ে এনেছেন দেশের জন্য।

আজ ঈদের দিনটি কেমন কেটেছে শুটিংয়ের এই তারকাদের? তাদের সবার ঈদ নিয়ে যমুনা টেলিভিশনের সাথে কথা বলেছেন রাইফেল শুটার অর্ণব শারর। জানিয়েছেন, সারাদিন ঘরেই ছিলেন সবাই, কেউই বাইরে বের হননি।

অর্ণবের ঈদ কেমন কেটেছে সেটা জানতে চাইলে খুব স্বাভাবিক ভঙ্গিতে তিনি বলেন, ‘এইতো সকালে উঠে নামাজে গেলাম তারপর নাস্তা করে দিলাম ঘুম। জুমার সময়ে গিয়ে নামাজ পড়লাম। তারপর একটু রেস্ট করে কাছের কিছু আত্মীয়ের বাসায় দাওয়াতে গিয়েছিলাম- এই হলো আমার ঈদ। সবকিছু মিলিয়ে বেশ ভালোই কেটেছে এখন পর্যন্ত।’

Exit mobile version