Site icon Jamuna Television

আফগানিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, ১২ জন নিহত

আফগানিস্তানের শাকারদা নামক জায়গায় জুমার নামাজের সময় একটি মসজিদে বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ১২ জন।

তালেবানের সাথে আফগান সরকারের ঈদ উপলক্ষে তিন দিনের যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। কোনো সংগঠন এখনও এই ঘটনার দায় স্বীকার করেনি।

শুক্রবার (১৪ মে) জুমার নামাজ চলাকালীন মসজিদের ভেতরে বিস্ফোরণটি হয়েছে বলে আল জাজিরার একটি খবরে জানানো হয়।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামার্জ জানিয়েছেন, মসজিদটিতে আগে থেকেই বিস্ফোরক রাখা ছিলো। কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে বলেও জানান তিনি।

Exit mobile version