Site icon Jamuna Television

কর্মস্থলে ফিরতে মানুষের জনস্রোত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি

ঈদ পরবর্তী কর্মস্থলে ফিরতে মানুষের বাঁধভাঙা জনস্রোত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে তিনি জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা পালনের আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগের ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। তবে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই নির্যাতনের পুনরাবৃত্তি ঘটায়নি। ব্রিফিংয়ে ১৭ মার্চ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আগামী দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের।

ইউএইচ/

Exit mobile version