Site icon Jamuna Television

পিকাসোর আঁকা তার প্রেমিকার ছবি ৮৬৮ কোটি টাকায় বিক্রি

কিংবদন্তি শিল্পী পাবলো পিকাসোর আঁকা তার প্রেমিকার ছবি বিক্রি হয়েছে ৮৬৮ কোটি টাকায়।

১৯৩২ সালে প্রেমিকা মারি থেরেসকে নিয়ে এই চিত্রকর্মটি তৈরি করেন পিকাসো। যুক্তরাষ্ট্রের নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি আমেরিকা জানিয়েছে, পিকাসোর এই চিত্রকর্মের নাম ওম্যান সিটিং নিয়ার আ উইন্ডো। এর সর্বনিম্ন দাম ধরা হয়েছিলো ৯ কোটি মার্কিন ডলার। মাত্র ১৯ মিনিটেই এই নিলাম শেষ হয়ে যায়।

এর আগে চিত্রকর্মটির নিলাম হয়েছিল আট বছর আগে লন্ডনে। সেই সময় এটি বিক্রি হয়েছিলো সাড়ে চার কোটি মার্কিন ডলার।

আট বছরের ব্যবধানে এটি বিক্রি হলো দ্বিগুণেরও বেশি দামে।

Exit mobile version