Site icon Jamuna Television

এফ এ কাপ ফাইনালে আজ লেস্টার সিটির মুখোমুখি চেলসি

এফ এ কাপের নবম শিরোপা ঘরে তোলার লক্ষে ফাইনালে আজ লেস্টার সিটির মুখোমুখি হবে চেলসি। ওয়েমব্লি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সোয়া ১০টায়।

ম্যাচের আগে নামপালিস মেন্ডি ও ডেনিস প্রায়েটের ইনজুরি সমস্যা কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলছে লেস্টার সিটির। শুধু লেস্টারই নয়, ইনজুরি ভর করেছে চেলসিরও। দলের তারকা খেলোয়াড় এনগোলো কন্টে ভুগছেন হ্যামস্ট্রিং ইনজুরিতে।

পরিসংখ্যান বলছে, দু’দল মুখোমুখি হয়েছে ৯০ বার। চেলসি জয় পেয়েছে ৪৩ ম্যাচে, বিপরীতে লেস্টারের জয় ২০ ম্যাচে। ড্র হয়েছে বাকিগুলো। সব শেষ দেখায় গত জানুয়ারিতে ঘরের মাঠে চেলসিকে ২-০ গোলে হারাবার সুখস্মৃতি রয়েছে লেস্টারের।

সবশেষ আসরে ফাইনাল খেলা চেলসি ২০১৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলো।

Exit mobile version