Site icon Jamuna Television

বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে ফিরলেন লাশ হয়ে

ভোলা প্রতিনিধি:

ঈদে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মো. মাসুদ (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন।

আজ শনিবার (১৫ মে) দুপুরে ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের দালালপুর গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের খাবার খেয়ে মাসুদ দুই বন্ধুকে নিয়ে চরফ্যাশনের বেতুয়া এলাকায় যেতে মোটরসাইকেল নিয়ে বের হন। লালমোহনের পশ্চিম চরউমেনের গজারিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন মাসুদ।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মাসুদকে মৃত ঘোষণা করেন। অপর দুইজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

Exit mobile version