Site icon Jamuna Television

ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে শিশুসহ ১৪৫

টানা ৭ম দিনের মতো ফিলিস্তিনে অব্যাহত আছে ইসরায়েলি বর্বরতা। শনিবার রাতভর বিমান হামলার পর নিহতের সংখ্যা বেড়ে ১৪৫ জনে দাঁড়িয়েছে যার মধ্যে ৪৫ শিশু।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, আবাসিক ভবন ও আশ্রয়কেন্দ্রগুলো লক্ষ্য করে চলে এই হামলা। পাশাপাশি গোলাবর্ষণ করা হয় দূরপাল্লার কামান থেকে। ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে গাজার হামাস প্রধান ইয়াহিয়া আল সিনওয়ারের বাড়ি লক্ষ্য করে। রকেট ছুড়ে পাল্টা জবাব দেয়ে হামাসও। এতে কয়েকটি ইসরায়েলি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণ গেছে আরও ২ ইসরায়েলর। এ নিয়ে মোট ১০ ইসরায়েলর মৃত্যু হলও হামাসের রকেট হামলায়।

এদিকে নাকা দিবসে উত্তাল হয়ে ওঠে পশ্চিম তীর। ইহুদি দখলদারিত্ব দিবসের প্রতিবাদে হওয়া ওই বিক্ষোভে গুলি করে অন্তত ৩০ ফিলিস্তিনকে আহত করেছে ইসরায়েলই নিরাপত্তা বাহিনী।

Exit mobile version