Site icon Jamuna Television

এফএ কাপের শিরোপা লেস্টার সিটির ঘরে

ক্লাব ইতিহাসে প্রথমবার এফএ কাপের শিরোপা জিতেছে লেস্টার সিটি। ফাইনালে চেলসিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছে ব্রেন্ডন রজার্স শিষ্যরা।

ফাইনালে ওয়েসম্বলি স্টেডিয়ামে উপস্থিত ২১ হাজার দর্শকের সামনে প্রথমার্ধটা ছিলো অনেকটাই মলিন। ম্যাচে প্রাণ আসে দ্বিতীয়ার্ধে। ৬৩ মিনিটে বেলজিয়ান মিডফিল্ডার ইউরি টিলেমেন্সের দুরপাল্লার অনবদ্য গোলে লিড নেয় লেস্টার। পিছিয়ে পড়ে গোল শোধে মারিয়া হয়ে ওঠে চেলসি। কিন্তু অনবদ্য সব সেভে চেলসিকে গোল বঞ্চিত করেন লেস্টার গোলরক্ষক ক্যাস্পার স্মাইকেল।

৮৯ মিনিটে গোল উৎসবে মাতে চেলসি ভক্তরা। কিন্তু ব্লুদের সেই গোল অফসাইডের কারণে ভিএআর বাতিল করলে প্রথমবার এফএ কাপের শিরোপা জেতে লেস্টার সিটি।

Exit mobile version