Site icon Jamuna Television

ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ করায় কাশ্মিরে ২০ জন গ্রেফতার

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ করায় কাশ্মিরে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

ফিলিস্তিন ইস্যুকে ব্যবহার করে কাশ্মীরে শান্তি ও শৃঙ্খলা নষ্টের চেষ্টা করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

কাশ্মির পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিক্ষোভের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনে ইসরাইলের হামলার সমালোচনা করেন গ্রেফতারকৃতরা। জনগণকে উসকে দিয়ে সহিংসতা ছড়াতে পারে এবং জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো কিছু তারা বরদাশত করা হবে না বলেও জানানো হয়।

কাশ্মির পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

Exit mobile version