Site icon Jamuna Television

নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলছে দূরপাল্লার বাস

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ:

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই উত্তরবঙ্গের জেলাগুলো থেকে ঢাকায় চলাচল করছে দূরপাল্লার যাত্রীবাহী বাস।

আজ (১৬ মে) রোববার সকাল থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা যায়।

বাসের চালকেরা জানায়, দীর্ঘদিন বাস চলাচল বন্ধ থাকায় এবং ঈদের মৌসুমের কথা ভেবে নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে বাস চলাচল শুরু করেছে।

বাসের যাত্রীরা ঈদ যাত্রায় ভোগান্তি হলেও বাস চালু থাকায় অনেকটা স্বস্তিতেই কর্মস্থলে ফিরতে পারছে বলে মনে করে। তবে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা।

প্রতিটি বাসেই গাদাগাদি করে যাত্রী তোলা হচ্ছে। মানা হচ্ছে না কোন স্বাস্থ্যবিধি। মহাসড়কে যানজট না থাকলেও অতিরিক্ত যাত্রী চাপ রয়েছে। এছাড়া মাইক্রোবাস, প্রাইভেট কার, মটরসাইকেলে চড়ে ঝুঁকি নিয়েই কর্মস্থলে ফিরছে মানুষ।

Exit mobile version