Site icon Jamuna Television

জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হলো আজ

ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল দলের ক্যাম্প। প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ৩২ জনের মধ্যে শুধু ইনজুরির কারণে দলের সাথে যোগ দেয়নি বিশ্বনাথ ঘোষ। বাকি সবাই বর্তমানে অবস্থান করছে হোটেলে।

জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন গণমাধ্যমে বলেন, আজ বিকেলেই সব খেলোয়াড়দের কোভিড টেস্ট করানো হবে। যদি কোন খেলোয়াড় কোভিড পজেটিভ হয় তাহলে হোটেলেই কোয়ারেন্টাইনে থাকবেন তারা। আর সবকিছু ঠিক সোমবার থেকেই বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশের ফুটবলারা।

ইকবাল হোসেন আরও বলেন, বাছাই পর্বের ম্যাচে ভালো কিছুই করতে চান তারা। এছাড়া মূল ম্যাচের আগে কাতারে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ।

Exit mobile version