Site icon Jamuna Television

সুয়েজ খাল প্রশস্ত করার কাজ শুরু করলো মিসর

অবশেষে সুয়েজ খাল প্রশস্ত করার কাজ শুরু করলো মিসর। শনিবার খালের প্রস্থ বাড়ানোর লক্ষ্যে খননকাজ শুরুর কথা জানায় সুয়েজ কর্তৃপক্ষ। এ কাজ শেষ হলে খালের দক্ষিণ প্রান্তে দুই-মুখী জাহাজ চলাচল করতে পারবে।

বর্তমানে সরু ওই অংশে সিঙ্গেল লেনে জাহাজ চলতে পারে। মার্চে সেখানেই আটকা পড়ে কন্টেইনারবোঝাই জাহাজ এভারগিভেন। এরপর থেকেই খাল প্রশস্ত করার বিষয়ে চাপ বাড়ছিলো মিসরের ওপর।

সুয়েজ কর্তৃপক্ষ বলছে, খালের দক্ষিণের প্রবেশমুখে ৩০ কিলোমিটার সরু পথের প্রস্থ আরও ১৩০ ফুট বাড়ানো হবে। খালের ওই অংশে বর্তমান গভীরতা ৬৬ ফুট, তা বাড়িয়ে করা হবে ৭২ ফুট। দুই বছরের মধ্যেই খননকাজ শেষ করার প্রত্যাশা মিসরের। উত্তরপ্রান্তে ইতোমধ্যে খালের দুই লেনের যে অংশ আছে তার দৈর্ঘ্য আরও ১০ কিলোমিটার বাড়ানোর পরিকল্পনাও আছে দেশটির।

ইউএইচ/

Exit mobile version