Site icon Jamuna Television

এফএ কাপ জয়ের পর ফিলিস্তিনের পতাকা হাতে ‘বাংলাদেশি’ হামজা

এফএ কাপের ফাইনালে ফিলিস্তিনের পতাকা তুলে ধরে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ জানান বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরী।

রাতে চেলসিকে হারিয়ে জিতেছেন এফএ কাপের শিরোপা, যা বাংলাদেশি বংশোদ্ভূত কোনো ব্রিটিশ নাগরিকের জন্য প্রথম। আর চেলসিকে হারিয়ে প্রথম বারের মত শিরোপা ঘরে তুলেছে তার ক্লাব লেস্টার সিটি।

এর আগে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ, আর্সেনাল খেলোয়াড় মোহামেদ এলনিনি ও ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার রিয়াদ মাহরেজ।

ইউএইচ/

Exit mobile version