Site icon Jamuna Television

সরকারি চাল আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি:

সরকারি চাল আত্মসাৎ সংক্রান্ত মামলায় পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বশাক বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত চেয়ারম্যান আলতাফ হাওলাদার ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ জানায়, গত ১৩ মে দুস্থদের চাল নিয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগে জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে ১৩ বস্তা চালের কোনও হদিস পায়নি। পরদিন ১৪ মে ওই ঘটনায় আলতাফ হোসেন হাওলাদারের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহাফুজুর রহমান। ওই মামলায় আজ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। এছাড়াও পবিত্র ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ না করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেটিরও বর্তমানে তদন্ত চলছে।

Exit mobile version