
সাতক্ষীরা প্রতিনিধি:
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়েছেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. শাহ আলম। রোববার (১৬ মে) দুপুরে মেহেদিবাগের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে সকালে শাহ আলমসহ পাঁচ আইনজীবীর বিরুদ্ধ সদর থানায় মামলাটি করেন শিক্ষানবিশ আইনজীবী লিয়াকত হোসেন। এছাড়া ২৭ এপ্রিল কটূক্তি করার অভিযোগে তার বিরুদ্ধে একই আইনে আরও একটি মামলা করেন পিপি অ্যাড. আব্দুল লতিফ।
মামলার অভিযোগে বলা হয়, অ্যাড. শাহ আলম ও তার চার সহযোগী শিক্ষানবিশ আইনজীবীর গলায় কুরুচিপূর্ণ লেখা প্ল্যাকার্ড জোর করে ঝুলিয়ে দেন এবং তার ছবি ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেন।
মামলার অন্য আসামিরা হলেন অ্যাড. সিরাজুল ইসলাম (৫), অ্যাড. তারিক ইকবাল তপু, অ্যাড. শাহেদুজ্জামান শাহেদ ও অ্যাড. ফুয়াদ হাবিব টিটো।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ডিজিটাল নিরাপত্তা আইনে অ্যাড. শাহ আলমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
 
				
				
				
 
				
				
			


Leave a reply