Site icon Jamuna Television

পুলিশ যখন ক্রিমিনাল! বাড়ি খুঁড়ে পাওয়া গেলো ১৩ মৃতদেহ

পুলিশ যখন ক্রিমিনাল! বাড়ি খুঁড়ে পাওয়া গেলো ১৩ মৃত দেহ

সাবেক এক পুলিশ কর্মকর্তার বাড়ির মেঝে খুঁড়ে অন্তত ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভয়াবহ এ ঘটনা ঘটেছে মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে।

ধারণা করা হচ্ছে, বড় কোনো খুনী চক্রের সদস্য ছিলেন ওই পুলিশ কর্মকর্তা। দুই নারীর খুনে জড়িত সন্দেহে গেলো সপ্তাহে তাকে গ্রেফতার করা হয়। পরে তদন্তে বেরিয়ে আসে ভয়াবহ অপরাধের প্রমাণ। শনিবার সাবেক ওই পুলিশ সদস্যের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় একে একে অনেকগুলো দেহাবশেষ বেরিয়ে আসে।

পুলিশ বলছে, যে ১৩ জনকে খুন করা হয়েছে তাদের ৮ জনই নারী। কবে, কী কারণে, তাদের খুন করা হয়েছে তা জানতে বিস্তারিত তদন্ত চলছে। খুনী কর্মকর্তার সহযোগী সন্দেহে শনিবার আটক করা হয় বেশ কয়েকজনকে। এ ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এল সালভাদরে।

Exit mobile version