
বেপরোয়া গতির প্রাইভেটকার চাপায় গুরুতর আহত হয়েছেন যুগান্তরের ক্রাইম রিপোর্টার ইকবাল হাসান ফরিদ।
রোববার দুপুরে রাজধানীর বনানী এলাকায় সৈনিক ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত সাংবাদিক ফরিদকে কাফরুলের হাইটেক মাল্টিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার সফল অস্ত্রোপচার হয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, ফরিদ এখন ঝুঁকিমুক্ত। দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারটিকে আটক করা হয়েছে। তবে পালিয়ে গেছে চালক। অবিলম্বে গাড়িচালককে আটকের দাবি জানিয়েছে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন।



Leave a reply