Site icon Jamuna Television

সোমবার সন্ধ্যা নাগাদ ভারতে আছড়ে পড়বে সাইক্লোন ‘টাউটি’

ভারতের উপকূলীয় এলাকায় তাণ্ডব চালানোর পর সোমবার সন্ধ্যা নাগাদ গুজরাট ও মহারাষ্ট্রে আছড়ে পড়বে সাইক্লোন টাউটি। এখন পর্যন্ত ৬ জন প্রাণ হারিয়েছেন।

জাতীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, এ সময় ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার। এছাড়া ঘূর্ণনবেগ ১৮৫ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। এরইমধ্যে রাজ্যগুলোয় জারি করা হয়েছে সর্বোচ্চ সর্তকতা।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে আশ্বস্ত করেছেন, দুর্যোগেও ব্যাহত হবে না করোনা রোগীদের চিকিৎসা। হাসপাতালগুলোয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং অক্সিজেন সরবরাহের ওপর জোর দিচ্ছে তার সরকার।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে গুজরাটের উপকূলীয় এলাকা থেকে সরানো হচ্ছে দেড় লাখ অধিবাসীকে। গেলো ২৩ বছরের মধ্যে ‘টাউটি’ ভারতীয় সমুদ্র উপকূলে সবচেয়ে শক্তিশালী সাইক্লোন।

Exit mobile version