Site icon Jamuna Television

লালমনিরহাটে কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত ৩ জন করোনা পজেটিভ

লালমনিরহাটের বুড়িমারীতে কোয়ারেন্টাইনে থাকা ৩ ভারতফেরত স্কুল শিক্ষার্থী করোনা পজেটিভ হয়েছে।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, এ মাসের শুরুর দিকে স্থলবন্দর হয়ে দেশে আসে শিলিগুড়ির বোর্ডিং স্কুলে অধ্যয়নরত এই ৩ শিক্ষার্থী। এরপর বুড়িমারীর একটি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয় তাদের। নমুনা সংগ্রহ করে পাঠানো হয় রংপুর মেডিকেলে। গতকাল তাদের রিপোর্ট পজেটিভ আসে। ভাইরাসটি ভারতীয় ধরনের কিনা তা জানতে নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে।

এদিকে, যশোর জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া ভারতফেরত করোনা রোগী ইউনুস আলীকে চারদিনেও খুঁজে পাওয়া যায়নি। তাকে ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। চাঁদপুরের ফরিদগঞ্জে বাড়ি ইউনুসের।

Exit mobile version