Site icon Jamuna Television

ইহুদিদের উপাসনালয়ে দুর্ঘটনায় প্রাণ গেলো ২ ইসরায়েলির

দখলকৃত পশ্চিম তীরে ইহুদিদের ধর্মীয় উপাসনালয় সিনাগগে হওয়া দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ ইসরায়েলি। গতকাল রোববার (১৬ মে) আহত হন দেড় শতাধিক।

পুলিশ জানায়, বিশেষ প্রার্থনার উদ্দেশ্যে ‘গিভাত জিব’ সিনাগগে হাজির হয়েছিলেন সাড়ে ৬শ’ অর্থোডক্স ইহুদি। এসময় স্টেডিয়ামের মতো বসার জায়গা ভেঙে পড়লে নিচের মানুষদের ওপর গড়িয়ে পড়েন অনেকে। পায়ের চাপে পিষ্ট হন বেশিরভাগ মানুষ।

কর্তৃপক্ষ নিশ্চিত করেন, নিহতদের একজন ৫০ বছর বয়সী পুরুষ। অন্যজন ১২ বছরের কিশোর।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্মাণাধীন ভবনটির প্রার্থনার জায়গাটি মজবুত ছিলো না। এ কারণেই এ দুর্ঘটনা।

গত ২৯ এপ্রিল ইহুদিদের ধর্মীয় উৎসবে পদপিষ্ট হয়ে মারা যান কমপক্ষে ৪৫ জন।

Exit mobile version