Site icon Jamuna Television

ঢাকায় ফিরছে মানুষ

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন অনেকে। আজও রাজধানী ছেড়ে যাচ্ছেন ও ঢাকায় ফিরছে মানুষ।

সকালে শিমুলিয়া ফেরিঘাটে মানুষের তেমন সমাগম ছিলো না। তবে, বেলা বাড়ার সাথে সাথে ঘাটে ঢাকা ফেরা মানুষের চাপ বাড়ে।

এদিকে, রাজধানী ছেড়ে যান অনেকে। আবার বাড়িতে প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে রাজধানীতেও ফিরছেন অনেকে। যারা এখন ঢাকা ছাড়ছেন তারা মূলত ঈদে নানা কারণে বাড়ি যেতে পারেননি। এখন তারাই ছুটছেন স্বজনদের কাছে। আর অফিস খুলে যাওয়ায় ঢাকায় ফিরছেন অনেকে। লঞ্চ চলাচল বন্ধ থাকায় ফেরি আসার সাথে সাথেই যাত্রী উঠা-নামার হুড়োহুড়ি চলছে এখনও।

ঢাকামুখী যাত্রী চাপ আছে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটেও। ঈদযাত্রার মতো ফিরতি পথেও একই চিত্র। হুড়োহুড়ি করে ফেরিতে ওঠা-নামা করছেন যাত্রীরা। গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছেন তারা। তাই, স্বাস্থ্যবিধি পুরোপুরি উপেক্ষিত।

আবার ঈদের ছুটি শেষ হলেও রাজধানী ছাড়ছেন অনেকে।

Exit mobile version