Site icon Jamuna Television

৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা, ফিরেছেন অ্যাগুয়েরো

বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী দুই ম্যাচের জন্য ৩০ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ইনজুরি কাটিয়ে দীর্ঘ দিন পর দলে ফিরেছেন ম্যানচেস্টার সিটি তারকা সার্জিও অ্যাগুয়েরো। বাদ পড়েছেন য়্যুভেন্টাস তারকা পাওলো দিবালা।

অ্যাগুয়েরো ডাক পাওয়ায় সমৃদ্ধ হয়েছে লিওনেল মেসি, মার্টিনেস ও কোরেয়াদের নিয়ে গড়া আক্রমণভাগ। গোলরক্ষক হিসেবে ডাক পেয়েছেন এমিলিয়ানো মার্টিনেস, অগুস্তিন মার্চেসিন ও হুয়ান মুসোকে। রক্ষণে আছেন তাগলিয়াফিকো, রিসান্দ্রো মার্টিনেজ, পেৎসেল্লা, কুয়ার্তা, পালোমিনো ও রোমেরো। মাঝমাঠে জিওভান্নি লো সোলসো, রদ্রিগেজ ও নিকোলাস গঞ্জালেসসহ পরিচিত সব মুখ।

আগামী জুনে বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে আলবিসেলেস্তারা।

Exit mobile version