Site icon Jamuna Television

মেক্সিকোর আন্দ্রে মেজা মিস ইউনিভার্স

৬৯তম মিস ইউনিভার্স নির্বাচিত হলেন মেক্সিকোর আন্দ্রে মেজা। ২৬ বছরের এই সুন্দরী পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার।

করোনা মহামারির কারণে পেছানো হয় আয়োজন। গত বছর প্রতিযোগিতাটি হওয়ার কথা থাকলেও করোনার ভয়াবহতায় সেটি পিছিয়ে যায়।

৭৩ দেশের প্রতিনিধিকে হারিয়ে মুকুট জয় করেন মেজা। ফার্স্ট রানার-আপ নির্বাচিত হন মিস ব্রাজিল জুলিয়া গামা।

ফ্লোরিডার হার্ড রক হোটেল এবং ক্যাসিনো হলিউডে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটির বিভিন্ন অংশ। ১৬০ দেশ এবং অঞ্চলে সরাসরি সম্প্রচারিত হয় এ অনুষ্ঠান।

Exit mobile version