Site icon Jamuna Television

উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ এখন প্রতিষ্ঠা পেয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

স্বাধীনতাকে সফল করতেই দেশে এসেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ এখন প্রতিষ্ঠা পেয়েছে।

আজ সোমবার (১৭ মে) সকালে ভিডিও কনফারেন্সে কেবিনেট বৈঠকে অংশ নিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক বাধা পেরিয়ে দেশে আসতে হয়েছে। দেশে ফিরে আসার পর নানা ষড়যন্ত্র হয়েছিলো। সেই সময় জনগণ এবং নেতাকর্মীদের পাশে পেয়েছিলেন তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া হবে। দেশের ইতিহাস আর কেউ বিকৃত করতে পারবে না।

Exit mobile version