Site icon Jamuna Television

‘শেখ হাসিনা দায়িত্ব নেয়ার কারণেই বঙ্গবন্ধুর খুনীদের ও যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব হয়েছে’

শেখ হাসিনা দায়িত্ব নেয়ার কারণেই বঙ্গবন্ধুর খুনীদের ও যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম।

তিনি বলেন, শেখ হাসিনা সভানেত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ না করলে আওয়ামী লীগ কখনো বাংলাদেশে ক্ষমতায় আসতো না।

আজ সোমবার (১৭ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাসিম আরও বলেন, শেখ হাসিনা দলের দুঃসময়ে শক্ত হাতে হাল ধরেছিলেন বলেই বাংলাদেশ আজ সমৃদ্ধির পথে।

Exit mobile version